Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধের মধ্যেও বিয়ে বেড়েছে ইউক্রেনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম

রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনে এখন বোমা আর বারুদের গন্ধ। বোমার শব্দে অনেকেরই ঘুম ভাঙে। কেউ আবার সেই শব্দের সঙ্গে জীবনের পাল উড়িয়ে দিয়েই একমুঠো অনিশ্চয়তা সঙ্গে নিয়ে রোজ রাতে ঘুমাতে যায়। এ যেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দারুণ মেলবন্ধন। অনিশ্চিত গন্তব্যেও থামে থাকে না কারও জীবন। আপন নিয়মে এগিয়ে যায় জীবনের রথ, ছায়াপথ বেয়ে স্বপ্ন নামে। যুদ্ধকবলিত ইউক্রেনে তেমন উৎসবে আর এগিয়ে চলার গল্প আছে। তেতিয়ানা নামের এক নারী বিয়ে করেছেন এই যুদ্ধের মধ্যে, বোমা আর বারুদের আস্তরণের মাঝে দাঁড়িয়ে। তার বর্ণনায় সেই বিয়ের ঘটনা, ‘প্রথমে আমি ভেবেছিলাম এটি বজ্রপাত কিন্তু আকাশ ছিল পরিষ্কার এবং আমি বুঝতে পারলাম গোলাবর্ষণ চলছে।... প্রাসঙ্গিকভাবেই আমি ভাবলাম আমাদের বিয়েটা আপাতত বাতিল করা উচিত কিন্তু আমার বাগদত্তা আমাকে বলল, এই যুদ্ধের আমাদের পরিকল্পনা মাটি করার কোনো অধিকার নেই।’ এভাবেই যুদ্ধকে পাশ কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন তেতিয়ানা দম্পতি। এএফপি, এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ