মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন যুক্তরাষ্ট্রকে আবারো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যদি তাইওয়ান সফর করেন তাহলে তার পরিণতি এবং দায়ভার আমেরিকাকে বহন করতে হবে। আমেরিকা এবং চীনের মধ্যে যখন চরম পর্যায়ের উত্তেজনা বিরাজ করছে এবং এ নিয়ে দুই দেশের প্রেসিডেন্ট টেলিফোন সংলাপ করতে যাচ্ছেন তার আগ মুহ‚র্তে বেইজিং এই হুঁশিয়ারি উচ্চারণ করল। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ৮২ বছর বয়সী পেলোসি তাইওয়ান সফর করবেন বলে গত সপ্তাহে খবর বেরিয়েছে। ন্যান্সি পেলোসি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের উত্তরাধিকারের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি। তার সম্ভাব্য সফর নিয়ে চীন এবং আমেরিকার সম্পর্ক অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে বেইজিংয়ের পক্ষ থেকে কড়া ভাষায় পেলোসির সম্ভাব্য সফরের বিরুদ্ধে বিবৃতি দেয়া হলো। আগামী আগস্ট মাসে তিনি তাইওয়ান সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান (বুধবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা কঠোর ভাষায় স্পিকার পেলোসির তাইওয়ান সফরের বিরোধিতা করছি। এরপরও যদি আমেরিকা তাকে সফরে পাঠানোর চেষ্টা করে এবং চীনের জন্য কোনো রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করে তাহলে তার পরিণতি আমেরিকাকে ভোগ করতে হবে। তাইওয়ানকে চীন নিজের অংশ মনে করে এবং সারা বিশ্বে “এক চীন নীতি” বলে ক‚টনীতির যে ভাষাটি রয়েছে তাকে বেশিরভাগ দেশ গ্রহণ করে। আমেরিকাও চীনের এই নীতিকে মেনে নিয়েছে অথচ তারা অস্ত্র এবং নানা ধরনের সমর্থন দিয়ে তাইওয়ানকে কার্যকর স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এর বিরুদ্ধে বেইজিং বারবার আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।