Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্ত্রিত্ব কেন ছাড়ব, পাল্টা প্রশ্ন পার্থের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব ছাড়া দাবিতে বিজেপিসহ বিরোধীরা রাজ্যজুড়ে সরব হয়েছেন। এর মধ্যে বুধবার পার্থ সাফ জানিয়ে দিলেন, তিনি মন্ত্রিত্ব ছাড়বেন না। মঙ্গলবারই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যবহৃত গাড়িটিকে বিধানসভার গ্যারেজে দেখতে পাওয়া যায়। এরপরই জল্পনা শুরু হয়ে যায় তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছেন দিচ্ছেন বা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও এখনও এ প্রশ্নে তার দল তৃণমূল কংগ্রেস তার পাশেই রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’-য় পার্থ সংক্রান্ত যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে তাতে তাকে কোথাও মন্ত্রী বা তৃণমূল মহাসচিব বলা হচ্ছে না। এতে জল্পনা আর দৃঢ় হয়। সকালে আদালতের নির্দেশ মোতাবেক ইডি কর্মকর্তারা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানে প্রবেশের সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ‘পার্থ দা, আপনি কি মন্ত্রিত্ব ছাড়বেন?’ এর উত্তরে পার্থ পালটা প্রশ্ন করেন, ‘কারণ কী?’ এই ছোট্ট জবাবেই তিনি এদিন বুঝিয়ে দিয়েছেন ইডির হাতে গ্রেফতার হলেও মন্ত্রিত্ব ছাড়ার কথা ভাবছেন না। এদিকে জানা গেছে, ভুবেনশ্বর এইমস হাসপাতাল থেকে ফেরার পর থেকে পার্থ থাকছেন সিজিও কমপ্লেক্সের ইডি ভবনের ছয় তলার কনফারেন্স রুমের একটি অস্থায়ী লকআপে। এখানে কোনও অ্যাটাচ বাথরুম নেই। লকআপে রয়েছে একটি পাখা, বিছানা ও একটি চেয়ার। শৌচালয়ে যাওয়ার সময় সঙ্গে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। আরও জানা গেছে, জেরার সময়টুকু ছাড়া বেশিরভাগ সময় পার্থ শুয়ে বসেই সময় কাটাচ্ছেন। দুপুরে সাধারণ খাবার ছাড়াও গ্রিন টি খাচ্ছেন। এবিপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ