Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক হাজার ট্যাংক ও অর্ধশত যুদ্ধবিমান কিনছে পোল্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম


দক্ষিণ কোরিয়া থেকে ব্যাপক অস্ত্র ও যুদ্ধযান কিনতে যাচ্ছে পোল্যান্ড। এরমধ্যে আছে প্রায় এক হাজার ট্যাংক, ৬ শতাধিক কামান এবং কয়েক ডজন যুদ্ধ বিমান। রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে সাহায্য করতে প্রচুর যুদ্ধযান দিয়েছিল পোল্যান্ড। এখন সেই শ‚ন্যতা পূরণ করতে দক্ষিণ কোরিয়া থেকে অস্ত্র কিনতে চলেছে দেশটি। খবরে জানানো হয়, পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেই এই বড় অস্ত্র ক্রয়ের কথা নিশ্চিত করেছে। শিগগিরই পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেবে। এ জন্য কোরিয়া সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে পোল্যান্ড। চুক্তি অনুযায়ী, কে-২ মডেলের ৯৮০টি ট্যাংক, ৬৪৮টি কে-৯ হাওয়াইটজার এবং ৪৮টি যুদ্ধবিমান পাঠাবে দক্ষিণ কোরিয়া। তবে এ জন্য পোল্যান্ডকে কী পরিমাণ খরচ করতে হবে তা জানা যায়নি। এ বছরের শেষ দিকেই ট্যাংকগুলো পোল্যান্ডে যেতে শুরু করবে বলে ধারনা করা হচ্ছে। দেশটি এখন সেই সোভিয়েত আমলের অস্ত্র ব্যবহার করে। তবে দ্রæতই সেনাবাহিনীর আধুনিকায়ন করতে যাচ্ছে দেশটি। সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ