মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেক্সিকোয় নিহত ৯
মেক্সিকোতে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাজ্য নিরাপত্তা কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ওই দুর্ঘটনা ঘটেছে। গুয়েরেরো কোস্টা গ্র্যান্ডে অঞ্চলের আকাপুলকো জিহুয়াতানেজো হাইওয়েতে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রাইভেট কারের চালক পণ্যবাহী একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। কিন্তু গাড়িটির সঙ্গে ট্রাকের পেছন দিকে ধাক্কা লাগে। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের বিপরীত দিকে চলে যান। সেখানে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। রয়টার্স।
বিপর্যস্ত মিসৌরি
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেন্ট লুইস শহরে। বন্যায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে অঞ্চলটিতে জরুরি সতর্কতা জারি করেছে নগর প্রশাসন। টানা বৃষ্টিতে ডুবে গেছে চারটি হাইওয়েসহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। অনেক অঞ্চলে এখনো বৃষ্টি হচ্ছে, যার ফলে দ্রæত পানি বাড়ছে। বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দের উদ্ধারে মাঠে নেমেছে জরুরি বিভাগের কর্মীরা। ঘরবাড়িতে পানি ঢোকায় এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অনেকে। পানিতে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এপি।
পার্লামেন্ট দখল
এবার ইরাকের পার্লামেন্ট ভবনের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। বুধবার সুরক্ষিত গ্রিন জোনের নিরাপত্তা ভেদ করে ঢুকে পড়ে শত শত মানুষ। খবরে বলা হয়, শিয়া নেতা মুকতাদা আল সাদরের অনুসারী বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী পদে মনোনয়ন নিয়ে বুধবার সকাল থেকেই রাজপথে নামে সাদরের সমর্থকরা। তারা ভিআইপি এলাকায় ঢুকে পড়লে টিয়ার গ্যাস, পানিকামান দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ, তবে ঠেকানো যায়নি বিক্ষোভকারীদের। একপর্যায়ে পার্লামেন্ট ভবনের দেয়াল ও গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে ছবি তোলেন অনেকে। সেসময় কোনো আইনপ্রণেতা পার্লামেন্টে উপস্থিত ছিলেন না। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।