Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আরএডিপি বাস্তবায়ন হার ৯৯ দশমিক ২৫ ভাগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ৭:৫২ পিএম

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০২১-২২ আরএডিপি বাস্তবায়ন হার শতকরা ৯৯ দশমিক ২৫ ভাগ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ইতিহাসে প্রায় শতভাগ এডিপি বাস্তবায়নের এই হার এই প্রথম। ২০২১-২২ অর্থবছরে জাতীয় পর্যায়ে আরএডিপি বাস্তবায়ন হার শতকরা ৯২ দশমিক ৭৯ ভাগ। বৃহস্পতিবার (২৮ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-এর সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত আরএডিপি বাস্তবায়ন সভায় এ তথ‌্য জানানো হয়। সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

২০২১-২২ অর্থবছরে বিটিআরসি, ডাক অধিদপ্তর, বিটিসিএল, টেলিটক, বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি লিমিটেড, টেলিফোন শিল্প সংস্থা, বাংলাদেশ সাবমেরিন ক‌্যাবল কোম্পানি লিমিটেডসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থার ১৪টি প্রকল্পের বিপরীতে স্ব-অর্থায়নসহ মোট ৮৫৪ কোটি টাকা বরাদ্দের বিপরীতে মোট ব‌্যয় হয়েছে ৮৪৮ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দের বিপরীতে আর্থিক ব‌্যয় শতকরা ৯৯ দশমিক ২৫ ভাগ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ