Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর হাতিয়ায় ডুবে যাওয়ার তিনদিন পর ট্রলার উদ্ধার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ৭:২৫ পিএম

হাতিয়া উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এমভি আয়েশা নামের মাছধরা ট্রলারটি তিনদিন পর উদ্ধার করেছে জেলেরা।

বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগর এলাকা থেকে উদ্ধারের পর ট্রলারটি জাহাজমারা মোহাম্মদ আলি সুইজ ঘাটে নিয়ে আসে জেলেরা।
জানা গেছে, ট্রলারটির একটি অংশ ভেঙে গেছে। ট্রলারের কোল্ডস্টোরে থাকা মাছ পঁচে গিয়ে দূর্গন্ধ ছড়াচ্ছে। মাঝি মাল্লারা সেই মাছ নদীতে ফেলে দিচ্ছেন।
ট্রলারের মালিক মো: খোকন জানান, গত মঙ্গলবার রাতে বঙ্গোপসাগর এলাকায় অন্য একটি ট্রলার তাঁর মালিকানা ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারের পাশের একটি অংশ ভেঙে গিয়ে জোয়ারের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারে থাকা ১৮ মাঝি-মাল্লা ও জেলেদের জংগলিয়ার ঘাটের একটি উদ্ধার করে নিয়ে আসে। রাতের আঁধার হওয়ায় আঘাত করা ট্রলারটি চিহিৃত করতে পারেননি মাঝি মাল্লারা।
তিনি আরও জানান, ট্রলারের প্রায় ১০ লাখ টাকার জাল ও অন্যান্য মালামাল ছিলো, যা সাগরে ভেসে গেছে। পঁচে গেছে প্রায় ৮ লাখ টাকার ইলিশ মাছ। এ বিষয়ে তিনি হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ