নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় যুব প্রতিযোগিতার জন্য দেড় কোটি টাকার পৃষ্ঠপোষক পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। পৃষ্ঠােষক প্রতিষ্ঠান হিসেবে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এই অর্থ দিয়েছে বাহফেকে। গতকাল বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে এ সক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই করেন বাহফে’র সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আবদুল হান্নান ও আল আরাফাহ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান এ চৌধুরী। এ সময় হকি ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এদিনই প্রথম কিস্তির ৫০ লাখ টাকার চেক পায় বাহফে। বাকি এক কোটি টাকা দুই কিস্তিতে দেবে প্রতিষ্ঠানটি। চুক্তি শেষে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা তৃণমূল ও যুব পর্যায়ে হকিকে শক্তিশালী করতে সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট মাঠে গড়াতে চাই। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দেশের ৫৭ জেলার অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের অংশগ্রহণে আটটি ভেন্যুতে এই টুর্নামেন্টের আয়োজন করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।