Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাড়ি বিক্রির আগে কোটি টাকার লটারি জিতলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ঋণের ভারে কার্যত নিঃস্ব হয়ে গিয়েছিলেন কেরালার কোঝিকোড় এলাকার বৃদ্ধ মোহাম্মদ বাবর। বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই বাড়ি বিক্রির মাত্র দুই ঘণ্টা আগে এক কোটি টাকার লটারি জিতলেন এ বৃদ্ধ! পেশায় চিত্রশিল্পী মোহাম্মদ বাবরের বেশ বড় সংসার। স্ত্রী ছাড়া রয়েছেন চার মেয়ে ও এক ছেলে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। তার পর বাড়ি সংস্কার করতে গিয়ে ঋণের দায়ে পড়েন বৃদ্ধ শিল্পী। ব্যাংক থেকে ঋণ, আত্মীয়স্বজনদের থেকে ধার- সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকা ঋণ করে ফেলেছেন। কীভাবে এসব ঋণ পরিশোধ করবেন, সেই চিন্তায় রাতের ঘুম হারাম বাবরের। অবশেষে শিল্পী সিদ্ধান্ত নিয়েছিলেন বাড়ি বিক্রি করে সব ধার মেটাবেন। বাড়ির সবাইকে নিয়ে উঠবেন ভাড়া বাড়িতে। দিন দুই আগে নিজের দুই হাজার বর্গফুটের বাড়ি বিক্রির অগ্রিম টাকা নিতে যাবেন, তার দুই ঘণ্টা আগে বৃদ্ধ জানলেন, তিনি কোটিপতি! জিতেছেন এক কোটি টাকার লটারি। সংবাদমাধ্যমকে বাবর জানান, তার বন্ধুরা বাজার থেকে লটারির টিকিট কাটছিলেন। তাদের দেখাদেখি তিনিও একটা টিকিট কেটেছিলেন। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ