মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গ্যাসের ব্যবহার কমানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাখ্যান করেছে হাঙ্গেরি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো মঙ্গলবার বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত অন্যায়, অর্থহীন, অবাস্তবায়নযোগ্য এবং ক্ষতিকর প্রস্তাব। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রাশিয়া গ্যাস সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেয়ার পর গ্যাসের ব্যবহার শতকরা ১৫ ভাগ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউনোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই প্রস্তাবের বিরুদ্ধে একমাত্র হাঙ্গেরি ভোট দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হওয়া এই প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো চলতে বাধ্য। সিদ্ধান্ত অনুসারে ইইউ’র সদস্য দেশগুলো আগামী পাঁচ বছর আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত সময়কালে গ্যাসের ব্যবহার শতকরা ১৫ ভাগ কমাবে। সিজার্তো এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপ হাঙ্গেরির জাতীয় স্বার্থকে সম্প‚র্ণভাবে উপেক্ষা করেছে। আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।