Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

৩০০ বছরের ইতিহাসে সর্ববৃহৎ গোলাপি হীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার এক খনিতে বিরল গোলাপী রঙের একটি হীরক খন্ডের সন্ধান পাওয়া গেছে। বুধবার এই হীরক খন্ড পাওয়ার ঘোষণা দিয়ে খনিতে উত্তোলন কাজে নিয়োজিত অস্ট্রেলীয় এক অপারেটর সংস্থা বলেছে, গত ৩০০ বছরের মধ্যে কোনও খনিতে পাওয়া এটিই বিরল ‘গোলাপী’ রঙের সবচেয়ে বড় হীরার টুকরা। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে লুকাপা ডায়মন্ড কোম্পানি বলেছে, অ্যাঙ্গোলার খনিতে পাওয়া গোলাপী রঙের হীরার টুকরাটির নাম রাখা হয়েছে দ্য লুলো রোজ। এর ওজন ১৭০ ক্যারেট। দেশটির হীরা সমৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলীয় লুলো খনিতে এটি মিলেছে। বিশ্বে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় গোলাপী হীরা এটি। টাইপ আইআইএ হীরক খন্ডটি প্রাকৃতিক পাথরগুলোর মধ্যে অন্যতম বিরল এবং বিশুদ্ধতম। আর এই হীরার টুকরার ঐতিহাসিক সন্ধান পাওয়ার ঘটনায় খনির উত্তোলনকাজে নিয়োজিতদের অভিনন্দন জানিয়েছে অ্যাঙ্গোলার সরকার। এই খনিতে দেশটির সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে লুকাপা ডায়মন্ড। অ্যাঙ্গোলার খনিজ সম্পদ মন্ত্রী দিয়ামান্টিনো আজেভেদো বলেছেন, ‘‘লুলো খনিতে পাওয়া রেকর্ডকৃত এবং দর্শনীয় গোলাপী হীরার এই টুকরা বিশ্ব মঞ্চে অ্যাঙ্গোলাকে গুরুত্বপূর্ণ ‘ক্রীড়ানক’ হিসাবে উপস্থাপন করছে।’’ অত্যন্ত চমকপ্রদ মূল্যে আন্তর্জাতিক নিলামের মাধ্যমে এই হীরাটি বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। হীরক খন্ডটির প্রকৃত মূল্য বুঝতে এটি কেটে পোলিশ করা হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ