বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় সুইজারল্যান্ডের রাস্ট্রদূত "ডাসকো" ফাউন্ডেশনের তত্বাবধানে বাস্তবায়িত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও কঠিন বর্জ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শণ শেষে পৌর মিলনায়তনে মেয়রের সাথে প্রকল্পের উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে মতবিনিময় করেন।
বুধবার ২৭ জুলাই দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সুইজারল্যান্ডের রাস্ট্রদূত এইচ ই নাথালি চুয়ার্ড বেসরকারী উন্নয়ন সংস্থা "ডাসকো" ফাউন্ডেশনের তত্বাবধানে বাস্তবায়িত নাচোল পৌর এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও কঠিন বর্জ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শণ করেন।
সুইস রাস্ট্রদূত নাচোল পৌরসভায় পৌঁছিলে পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
মেয়রের কক্ষে রাস্ট্রদূত দোভাষীর মাধ্যমে প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন। প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। রাস্ট্রদূত পৌরসভার পরিদর্শণ বহিতে মন্তব্যসহ স্বাক্ষর করেন।
এসময় মেয়র আব্দুর রশিদ ঝালুখান, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, ওসি(তদন্ত) আব্দুল ওয়াহাব ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
নাচোল পৌরসভা পরিদর্শনের পূর্বে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় এবং ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাস্ট্রদূতের সাথে সুইস রাস্ট্রদূতের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়সমিন লুবনা, কান্ট্রি ডিরেক্টর হেকস ডোরা চৌধুরী ও ডাসকো ফাউন্ডেশনের রাজশাহী অফিসের সিইও একরামুল হক, ডাসকো ফাউন্ডেশনের নাচোল শাখার (টেকসই) প্রকল্পের প্রোকল্প ব্যবস্থাপক কানিজ হুসনা আফরোজা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।