Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত যুবককে আদালতে প্রেরণ

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ৪:২৬ পিএম

সুনামগঞ্জের ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানহানিকর তথ্য প্রকাশ করায় এমদাদুর রহমান চৌধুরী ছামী (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিলেটের বাসা থেকে ছাতক থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার সকালে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়৷ ছামী উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাওঁ ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আশরাফুর রহমান চৌধুরীর পুত্র।

জানা যায়, গত মঙ্গলবার ছাতক পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য, মন্ডলীভোগ এলাকার মুজিবুর রহমানের পুত্র ইশতিয়াক রহমান তানভীর বাদী হয়ে এমদাদুর রহমান চৌধুরী ছামীসহ অজ্ঞাতনামা ৬জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ছাতক থানায় একটি মামলা নং (জিআর-১১৮) দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ