প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের জনপ্রিয় অভিনেতা পল সোরভিনো মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার এক মুখপাত্র। পল সোরভিনোর সহকারী নিল রজার জানান, প্রাকৃতিক কারণেই ইন্ডিয়ানার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে পল সোরভিনোর বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছে।
অভিনেতার স্ত্রী ডি ডি সরভিনো এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে, আর কখনও পল সোরভিনো হবে না, তিনি ছিলেন আমার জীবনের প্রেম, এবং পর্দা ও মঞ্চে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন।’
অস্কার বিজয়ী অভিনেত্রী মিরা সোরভিনোর (অ্যাফ্রোডাইট দ্য মাইটি) বাবা পল সোরভিনো। তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে, আর কখনও পল সোরভিনো হবে না, তিনি ছিলেন আমার জীবনের ভালোবাসা এবং পর্দা ও মঞ্চে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন। তিনি বলেছিলেন।’
১৯৩৯ সালে ব্রুকলিনে জন্মগ্রহণ করেন পল সোরভিনো। মেয়ে আমান্ডা সরভিনোর লেখা একটি চলচ্চিত্র পরিচালনা ও তাতে অভিনয় করেছেন পল। ওয়ারেন বিটির ‘রেডস’-এ এক ইতালীয় আমেরিকান কমিউনিস্টের ভূমিকায়, অলিভার স্টোনের ‘নিক্সন’-এ হেনরি কিসিঞ্জার এবং ‘দ্য রকেটিয়ার’-এ মব বস এডি ভ্যালেন্টাইন চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে পল সোরভিনোর সবচেয়ে আলোচিত সিনেমা ‘গুডফেলাস’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।