Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুভেন্টাসে হোঁচট খেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ৯:৫১ এএম

এল ক্লাসিকোতে আগের ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে উড়ন্ত ফর্মের আভাস দিয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সেই দলটি পরের ম্যাচেই হোঁচট খেল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের।

প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচটিতে জিততে পারেনি কোন দলই।

বুধবার ডালাসের কটন বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা ও জুভেন্টাস। বার্সার পক্ষে জোড়া গোল করেছেন ফ্রেঞ্চ তরুণ ওসুমানে ডেম্বেলে। দুইবারই ডেম্বেলের গোল শোধ করে দিয়েছেন ইতালিয়ান তরুণ ময়েস কিন।

ম্যাচটিতে দাপট দেখিয়েই খেলেছে বার্সেলোনা। পুরো ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বলের দখল ছিল বার্সার নিয়ন্ত্রণে। গোলের জন্য ২০টি শট করে তারা। যার মধ্যে লক্ষ্য বরাবর ছিল সাতটি। অন্যদিকে আটটি শট করে চারটি লক্ষ্যে রাখতে পেরেছে জুভেন্টাস। দুই দলই পেয়েছে দুইটি করে গোল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ