নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে এবং সাবেক চ্যাম্পিয়ন শেখ জামালকে রুখে দিয়েও অবনমন ঠেকাতে পারল না স্বাধীনতা ক্রীড়া সংঘ। এক ম্যাচ হাতে থাকলেও ফের চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গেল দলটি। গতকাল মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে স্বাধীনতা। অবনমনে যাওয়া দলটির হয়ে ইকবাল হোসেন ও জিল্লুর রহমান গোল দুটি করেন। শেখ জামালের হয়ে উজবেক ফুটবলার ওতাবেক ও নাইজেরিয়ান আলেকওয়ে চিজোকে দুই গোল শোধ দেন। এই ড্রয়ের ফলে ২১ ম্যাচে স্বাধীনতার পয়েন্ট ১০। শেষ ম্যাচ জিতলেও দাড়াবে ১৩। এতেও তারা টেবিলের তলানিতেই থাকবে। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সামনের মৌসুমে খেলা সম্ভব হচ্ছে না দলটির। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে শেখ জামাল।
অন্যদিকে ঘটনাবহুল এক ম্যাচের সাক্ষি হলেন গোপলগঞ্জের শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। এক ম্যাচের এক দলের চলমান লিগের সর্বাধিক সাত গোল, পাঁচটি লালকার্ড এবং ১১ মিনিট ইনজুরি সময়ের ঘটনা ঘটেছে। সাইফ স্পোর্টিং ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে উত্তর বারিধারাকে। সাইফের হয়ে মেরাজ হোসেন অপি ও গফুরভ দুটি করে এবং এমফোন উদোহ, রহিম উদ্দিন ও আবিদ আহমেদ একটি করে গোল করেন। সাত গোলের পাশাপাশি ম্যাচে ৫ টি লাল কার্ড হয়েছে। অবশ্য এই পাঁচ লাল কার্ডের মধ্যে একটি পেয়েছেন একজন ফুটবলার। বাকি চারজনই ডাগ আউটের।
প্রথমার্ধে সহকারী রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখেন সাইফের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রসিয়ানী। দ্বিতীয়ার্ধে একটি ঘটনাকে কেন্দ্র করে বারিধারার ফুটবলার সুজন বিশ^াস উত্তেজিত হয়ে পড়েন। সেই ঘটনার জের ধরে বারিধারার ম্যানেজার, এক কর্মকর্তা ও বলবয় তাদের ডাগ আউট ছেড়ে সাইফের ডাগআউটে যায়। তা সামাল দিতে ম্যাচের নিরাপত্তায় থাকা এক পুলিশও হস্তক্ষেপ করেন বলে জানা গেছে। কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি শাস্ত হলে রেফারি আনিসুর রহমান বারিধারার এক ফুটবলার এবং ডাগ আউটের তিন জনকে লাল কার্ড দেখান। এত ঘটনার জেরে দ্বিতীয়ার্ধে ইনজুরি সময় হয় ১১ মিনিট।
এই জয়ে ২১ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে সাইফ স্পোর্টিং। সমান ম্যাচে উত্তর বারিধারা ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ১১ নম্বর স্থানে। স্বাধীনতার ড্র ও বারিধারার হারে স্বস্তির নিঃশ^াস ফেলেছে পুরান ঢাকার দল রহমতগঞ্জ। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রেলিগেশনে যাবে দুটি দল। মুক্তিযোদ্ধা ও বারিধারার মধ্যে আরেকটি দল যাবে অবনমনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।