মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দ্রব্যমূল্যের দাম বাড়ার প্রতিবাদে প্ল্যাকার্ড নিয়ে ভারতের লোকসভার ভেতর বিক্ষোভ প্রদর্শনের কারণে কংগ্রেস দলীয় চার এমপিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা সোমবার তাদের বহিষ্কারের নির্দেশ দেন। সংবাদ মাধ্যম জানায়, লোকসভায় বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে। এসময় চার এমপি প্ল্যাকার্ড নিয়ে লোকসভার ভেতর প্রতিবাদ করতে শুরু করেন। পরে তাদের লোকসভার এই অধিবেশন চলা পর্যন্ত বহিষ্কার করেন স্পিকার। বহিষ্কারের খবর জানার পরপরই চার এমপি পার্লামেন্ট ভবনের সামনে থাকা গান্ধীর মূর্তির সামনে অবস্থান নেন এবং সেøাগান দিতে শুরু করেন। লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ বলেন, ‘এমপিরা গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, ময়দা এবং বাটার মিল্কের মতো জিনিসের উপর জিএসটি আরোপের বিষয়গুলি প্ল্যাকার্ডে তুলে ধরেছেন। আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনার দাবি জানিয়ে একটি প্রস্তাব দিয়েছিলামভ। কিন্তু কোনো আলোচনা হয়নি।’ এদিকে লোকসভা অধিবেশনে এমপিদের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন স্পিকার। তিনি বলেন, ‘আপনারা যদি প্ল্যাকার্ড দেখাতে চান তবে তা পার্লামেন্টের বাইরে গিয়ে দেখান। আমি আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু আমার সদয়তাকে দুর্বলতা মনে করবেন না।’ এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।