মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকায় চার দিনের সিরিজ সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সফরের প্রথম ধাপে সোমবার মধ্য আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ ক্যামেরুন গেছেন তিনি। সেখানে তিনি বিশেষ করে খাদ্য উৎপাদন নিয়ে দেশটির নেতাদের সঙ্গে কথা বলবেন। ইউক্রেন থেকে এ অঞ্চলে খাদ্যশস্য সরবরাহের যে সঙ্কট তৈরি হয়েছে সেটি কাটিয়ে উঠার প্রচেষ্টায় এগ্রিকালচার হাব হিসেবে বিবেচিত ক্যামেরুন কিভাবে সাহায্য করতে পারে তার ওপর জোর দেবেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। ক্যামেরুন সফর শেষে আফ্রিকার আরও দুই দেশ বেনিন এবং গিনি বিসাউতে যাওয়ার কথা রয়েছে ম্যাক্রোঁর। ফরাসি প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচনে জয়লাভের পর ইউরোপের বাইরে এটিই তার প্রথম কূটনৈতিক সফর। এমন সময়ে তিনি এ সফরে গেলেন যার মাত্র দুই দিন আগেই আফ্রিকা ছুটে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আফ্রিকায় সিরিজ সফরের অংশ হিসেবে রবিবার মিসর যান তিনি। সেখান থেকে ইথিওপিয়া, উগান্ডা ও কঙ্গো যাওয়ার কথা রয়েছে তার। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে পশ্চিমা দেশগুলোর বাইরে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ অন্যত্র নতুন মিত্রের খোঁজ করছে মস্কো। ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি ছাড়াও আফ্রিকায় ফ্রান্সের স্বতন্ত্র স্বার্থ রয়েছে। এ অঞ্চলের বিভিন্ন দেশ এক সময় ফরাসি উপনিবেশের অংশ ছিল। এছাড়া দীর্ঘদিন ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গিবিরোধী লড়াইয়ে মালি, চাদ, মৌরিতানিয়া, নাইজার এবং বুরকিনা ফাসোর সেনাবাহিনীকে সহায়তা দিয়ে আসছে ফ্রান্স। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।