Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইবার ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ২০২২ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ৭:৫৫ পিএম

“ইমাজিং স্ট্রংগার টু রিডিউস সাইবার রিস্ক ইন দ্যা এজ অব ফোর্থ আইআর” এই লক্ষ্যকে সামনে রেখে গত রোববার বনানীর হোটেল শেরাটনে “সাইবার ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ২০২২” অনুষ্ঠিত হয়েছে। সামিটে সাইবার ডিজিটাল ট্রান্সফরমেশন সম্পর্কিত ৮টি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন দেশ এবং বিদেশের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞগণ। ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি এসোসিয়েশন (আইএসএসএ) এর আয়েজেনে দিনব্যাপী সামিটটি অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় ১০০ জন প্রফেশনাল অংশগ্রহণ করেন। সামিটে অংশগ্রহণের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এসব প্রফেশনালদের সাইবার সিকিউরিটি বিষয়ক অ্যাওয়ারন্যাস এবং সাইবার রেসিলেন্স সংক্রান্ত জ্ঞানের পরিধি বাড়বে বলে আশা প্রকাশ করছেন আয়োজক আইএসএসএ।

সামিটের উদ্বোধনী পর্বে, স্বাগত বক্তব্যে সামিটের আয়োজক ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি এসোসিয়েশন (আইএসএসএ) এর বাংলাদেশ চ্যাপ্টার এর প্রেসিডেন্ট জনাব মারুফ আহমেদ বাংলাদেশে সাইবার ডিজিটাল ট্রান্সফরমেশন এর প্রেক্ষাপট তুলে ধরে বলেন “ ডিজিটাল বাংলাদেশের বাস্ততায় সাইবার সিকিউরিটি অতন্ত্য গুরুত্বপূর্ণ। তবে বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি অ্যাওয়ারন্যাস এবং সাইবার রেসিলেন্স সংক্রান্ত জ্ঞান প্রতিমুহুর্তে আপডেট হচ্ছে। এই আপডেট জ্ঞান ও তথ্য আমাদের দেশের সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানসমূহে সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করছে তাদের কাছে পৌঁছে দিতে আইএসএসএ এই সামিট আয়োজন করেছে। ” আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবদুল হালিম, কমিশনার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, জনাব সেলিম আর. এফ হুসাইন, চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি)।

সামিটে “স্কিল ডেভলপমেন্ট টু সাইবার রেসিলেন্স”, “সিকিউরিটি অটোমেশন ফর দ্যা ডিজিটাল জার্নি ইন দ্যা ইরা অব ফোর্থ আইআর”, “সাইবার সিকিউরিটির ফর্ম দ্যা রেগুলেটরি পারসপেক্টিভ”, “বিল্ডিং সাইবার রেসিলেন্স লিভারেজিং ইনফরমেশন থ্রেট শেয়ারিং”, “ইমপ্রুভ এসওসি ইফেসিয়েন্সি এন্ড কমপ্লাই সুইফট সিএসসিএফ, পিসিআই ডিএসএস, আইএসএমএস উইথ দ্যা নেক্সট –জেন এসআইইএম/এস্ওএআর”, “হোয়াই সুড প্রিভিলেজড এক্সেস ম্যানেজমেন্ট বি দ্যা # ১ প্রায়োরটি”; “এক্সেলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন দ্যা এজ অব ফোর্থ আইআর”; “আর ইউ প্রিপেয়ার্ড ফর দ্যা নেক্সট অ্যাটাক” বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞগণ। প্যানেল ডিসকাশন ছিলো “ সাইবার ক্যাপাসিাটি বিল্ডিং টু এড্রেস দ্যা স্কিল শর্টেজ ইন বাংলাদেশ”, “ডিজিটাল ট্রান্সফরমেশন : আর ইউ এ ডিসরেপুটার অর এ ডিসরেপুটি” বিষয়ে।

উল্লেখ্য, ISSA একটি নন-প্রফিট আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সাইবার সিকিউরিটি প্রফেশনালগণ যুক্ত রয়েছেন। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে সাইবার সিকিউরিটি ইন্ডাষ্ট্রি সংক্রান্ত প্রকাশনা, ফোরাম, ওয়েবকাস্ট এবং কনফারেন্স আয়োজন করে থাকে। তথ্যপ্রযুক্তিবিদ জনাব মারুফ আহমেদ নেতৃত্বে আইএসএস এ এর বাংলাদেশ চ্যাপ্টার দেশের সাইবার সিকিউরিটি নিয়ে এবং এই সেক্টরের পেশাজীবীদের নিয়ে কাজ করে যাচ্ছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ