নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : চেলসি থেকে বরখাস্থ হয়ে এসেছেন ম্যানচেস্টারে। কিন্তু দুঃসময় পিছু ছাড়েনি হোসে মরিনহোর। প্রিমিয়ার লিগের ‘চিরশত্রæ’ হয়ে ওঠা আর্সেন ওয়েঙ্গার যখন বিজয় উদযাপন করছেন ঘরের মাঠে তখন ড্র’র বিলাপ করছেন মরিনহো। এছাড়া বাজে আচরণের কারণে আবারো ডাগ আউট থেকে বহিষ্কার করা হয়েছে পর্তুগিজ কোচকে।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরু না হতেই দ্বিতীয় মিনিটেই ওয়েস্ট হামের কাছে গোল খেয়ে বসে ম্যান ইউ। একবিংশ মিনিটে পল পগবার প্রিমিয়ার লিগের প্রথম অ্যাসিস্টে দারুণ এক হেডারে স্কোরবোর্ডে সমতা আনেন জøাতান ইব্রাহিমোভিচ। খানিক বাদেই পগবাকে হলুদ কার্ড দেখানোয় ক্ষুব্ধ মরিনহো পানির বোতলে লাথি মারেন। সাথে সাথে তাকে ডাগ আউট ছাড়ান নির্দেশ দেন রেফারি। এর আগেও ডাগ আউট ছাড়ার পর এক ম্যাচ নিষেধাজ্ঞার দÐে পড়েছিলেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। ১-১ স্কোরবোর্ডেই নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য। রেড ডেভিলদের ভারপ্রাপ্ত কোচ রুই ফারিয়া অবশ্য আশাবাদী তার দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। তার ভাষ্য, ‘হোসে মরিনহোর রেকর্ড ও সাফল্যই বলে একটা বাজে সময়ের পর সে ঘুরে দাঁড়াতে জানে।’
ওদিকে ঘরের মাঠে বোর্নমাউথের বিপেক্ষে আর্সেনালের জয়টা ছিল ৩-১ গোলের। আর্সেন ওয়েঙ্গারের দলের হয়ে জোড়া গোল করেন অ্যালিক্সেস সানচেস, বাকিটা থিও ওয়ালকটের। অতিথীদের হয়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন উইলসন। এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রাখল গানাররা। সমান ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে মরিনহোর ম্যান ইউ। শীর্ষে থাকা চেলসির সাথে তাদের পয়েন্ট ব্যবধান ১১। সমান ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে লিভারপুল ও ম্যানটেস্টার সিটি।
এক নজরে ফল
ওয়াটফোর্ড ০-১ স্টোক
আর্সেনাল ৩-১ বোর্নমাউথ
ম্যান ইউ ১-১ ওয়েস্ট হাম
সাউদাম্পটন ১-০ এভারটন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।