Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির দুই মামলা মান্নার জামিন আপিলে বহাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে হওয়া দুই মামলায় নাগরিক ঐক্যের আহŸায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে মান্নার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদেশে আদালত বলেছেন, পুলিশের প্রতিবেদন দাখিল করা পর্যন্ত দুই মামলায় মান্নার জামিন বহাল থাকবে। তার পাসপোর্ট জব্দ করা না হলে তা জমা রাখতে হবে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মান্নার পক্ষে ছিলেন ইদ্রিসুর রহমান, শাহদীন মালিক ও এম মঞ্জুর আলম। পরে মান্নার ইদ্রিসুর রহমান বলেন, মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে দু’টি মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা রইল না। এর আগে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে আদেশের জন্য সোমবার দিন ঠিক করেন আপিল বিভাগ। গত ৩০ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মান্নাকে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন দিয়েছিলেন। গত ৪ সেপ্টেম্বর এই মামলায় আপিল বিভাগ প্রথম দফায় ৩০ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিত করেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছিলেন। সে অনুযায়ী রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে ১৭ নভেম্বর তা শুনানির জন্য কার্যতালিকায় আসে। সেদিন আদালত জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে ২৭ নভেম্বর শুনানির জন্য রেখেছিলেন। এদিকে গত ১৪ নভেম্বর সেনা বিদ্রোহে উসকানি মামলায় হাইকোর্ট মান্নাকে জামিন দেন। এই মামলায়ও হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এই মামলায়ও হাইকোর্টের দেয়া জামিন ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, নিউইয়র্কে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের দু’টি অডিও ক্লিপ প্রকাশিত হয়। পরে ২০১৫ সালের ২৫ ফেব্রæয়ারি মান্নাকে গ্রেফতার করে পুলিশ। এরপর একই বছর ২৪ ফেব্রæয়ারি ও ৫ মার্চ সেনা বিদ্রোহে উসকানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গুলশান থানায় মান্নার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ