যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
ইউরো-বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রবাসীদের প্রত্যাশা' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ২৪ জুলাই রোজ রবিবার বিকাল ৫ ঘটিকার সময় ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ বিজনেস কনসাল্টিং ফ্রান্সের সেক্রেটারি কাজী এনায়েত উল্লাহ, আয়ারল্যান্ডে কর্মরত চিকিৎসক ও কলামিস্ট ডা. জিন্নুরাইন জায়গীরদার,দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ইউরোপ ব্যুরোচীপ আ স ম মাসুম, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে, নর্থ রিজিওন এর সভাপতি হাজী ফয়জুল ইসলাম।২০১৯ সালে আদি সভ্যতার দেশ গ্রীস এর রাজধানী এথেন্সে আন্তর্জাতিক সেমিনার এর মাধ্যমে প্রবর্তন করে প্রবাস বন্ধু পদক তারই ধারাবাহিকতায় ২০২২শে শিল্প-সাহিত্যে সমৃদ্ধশালি দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত সেমিনারে ইউরো-বাংলা প্রেসক্লাব এর"প্রবাসবন্ধু "পদক এ ভূষিত হন ফ্রান্সের তুলুজে প্রথম স্থায়ী শহীদ মিনার স্থাপনের জন্য, বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন তুলুজ ফ্রান্সের প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম,সাংবাদিকতা ও কারি শিল্পে বিশেষ অবদান রাখার জন্য, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাংবাদিকতা ও ইস্টহ্যাডস চ্যারিটি সংস্থা প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার জন্য লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন। সেমিনারে আলোচক ছিলেন চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক নুরে আলম রব্বানী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ইউরোপ এর জয়েন্ট ব্যুরো চীপ আফজাল হোসেন, অস্ট্রিয়া প্রবাসী দৈনিক জনতার কন্ঠ এর সম্পাদক মাইদুল মিয়া,
লন্ডন বাংলা প্রেসক্লাব এর কোষাধক্ষ্য সালেহ আহমদ এছাড়াও লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কবি- সাহিত্যিক সাংবাদিকরা আগমন করেন সেমিনারে।
প্রধান অতিথি ফরিদা ইয়াসমিন বলেন ৪০ বছর ধরে জিডিপির প্রবৃদ্ধি,কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা ২০৪১ সালে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এর বড় কৃতিত্ব হচ্ছে প্রবাসী-আয়। প্রবাসীদের প্রত্যাশা' শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে নানান সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা হল, দাবিগুলো সকলে মিলে নিজ নিজ অবস্থান থেকে আদায় করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।
সরকারের পাশাপাশি আমাদের নাগরিক হিসাবে নৈতিক দায়িত্ব পালন করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সময় এখন।
ইউরো-বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক, কলামিস্ট, ওসমানী স্বর্ণপদকপ্রাপ্ত তাইজুল ফয়েজ এর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি এম আলী চৌধুরী, বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদের পরিচালনায় ২৫ দফা দাবি আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপন করেন (নামগুলো প্রটোকল অনুযায়ী নয় দাবির সিরিয়াল অনুযায়ী) যথাক্রমে আলতাফুর রহমান,
সুজাউদ্দৌলাহ,সৈয়দা তৌফিকা শাহেদ, আলী আজম খান, সুব্রত ভট্টাচার্য শুভ,শাহিন আরমান চৌধুরী,জাকির হোসেন, নাসির আহমদ,আকিল ইব্রাহিম , গোলাম মাহমুদ আজম, সাংবাদিক এনায়েত সোহেল,ইমরান মোহাম্মদ, আলী হোসেন, সাংবাদিক অধ্যাপক অপু আলম,
সেমিনারের মূল প্রবন্ধ রচনা করেছেন ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ,
সেমিনারের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন
প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নাজমুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দীন, কবিতা পাঠ করেন সাধারণ সম্পাদক কবি সোহেল আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক দেবেশ বড়ুয়া, শাহ সোহেল,সোহেল আহমদ,জুয়েল আহমদ, রুবেল আহমদ, এমদাদুল হক রুবেল, এনামুল হক মুন্না, সাহেদ আহমদ, জাকির হোসেন খান, মাইদুল মোহাম্মদ, নাঈম আহমদ, তারেক আহমদ, ময়নুল হক।
অন্যান্যদের মধ্যে মরিয়ম বেগম সুরমা, মৌসুমী চক্রবর্তী,সাকেরা বেগম, রাজিব,তারেক, মিরর ব্যান্ড, অহনা। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ইউরো বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে সৃজনশীল কাজের মাধ্যমে ইউরোপ তথা বহির্বিশ্বে প্রবাসীদের মন জয় করতে সক্ষম হয়েছে।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।