নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত বছরও কোপা আমেরিকার সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার। সেবার জিতেছিল টাইব্রেকারে গিয়ে। এবার নারীদের কোপায় জিততে পারেনি আর্জেন্টিনা। সেমিফাইনালে তারা ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কোপা আমেরিকার ফাইনালে খেলার।
টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফােইনালে উঠে স্বাগতিক কলম্বিয়া। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের গ্রুপ ‘বি’ তে ছিল দ্বিতীয় স্থানে। ফিফা র্যাকিংয়েও ৭ ধাপ পিছিয়ে আর্জেন্টিনার মেয়েরা।
জমজমাট সেমিফাইনালের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলে কলম্বিয়া। গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারছিল না তারা। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ।
ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে মাঠ ছাড়তে হয়। পরে আর গোল শোধ করতে পারেনি তারা।
আগামীকাল (২৭ জুলাই) ভোরে প্যারাগুয়ের বিপক্ষে সেমিতে মাঠে নামবে ব্রাজিল। কোপা আমেরিকা ফেমিনিনের সাতবারের চ্যাম্পিয়ন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।