Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপালী দুনিয়া কেন ছাড়লেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

‘বিগ বস’র সানা খানকে নিশ্চই মনে আছে। রূপালী জগতে পা রেখে নিজের অবস্থান শক্ত করারে পথে অগ্রসর হচ্ছিলেন। ঠিক তখনই আচমকা সব কিছু ছেড়ে দেন। সানা খান নিজের ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারকে বিদায় জানান। বিয়ে করেন হিরা ব্যবসায়ী মুফতি আনাসকে। কিন্তু হঠাৎ নিজেকে কেন সব কিছু থেকে দূরে সরিয়ে নিয়ে হিজাব ধারণ করলেন সানা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা তার অতীত জীবন নিয়ে মুখ খোলেন। ফেলে আসা অতীত জীবন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন। সানার কথায়, খ্যাতি, নাম অর্থ সব ছিল আমার কাছে। কোনও কিছুর যে কমতি ছিল তা নয়।
তিনি জানান, জীবনে যা চেয়েছেন সব কিছুই করতে পেরেছেন। তবে এতসব কিছু থাকার পরও তার মতে, সব কিছুর মাঝে একটি জিনিসের অনুপস্থিত বোধ করছিলেন সানা প্রতিমুহূর্তে। সেটি হল ‘শান্তি’। কোনও কিছুতেই যেন শান্তি পাচ্ছিলেন না।
অভিনেত্রীর কথায়, সময়টা ২০১৯ সালের রমজান মাস। সেই সময় তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে ওই সময় তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। সানা সাক্ষাতকারে বলেন, ‘আমি স্বপ্নে নিজেকে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা।’
তারপরই সব ছেড়ে ধর্মের পথ বেছে নেন সানা। ওই বিশেষ বার্তাটি শোনার পরের দিন ছিল তার জন্মদিন। সানার কথায়, ‘আমার বাড়িতে একাধিক স্কার্ফ ছিল ওই দিনের পর যে আমি হিজাব পরলাম প্রতিজ্ঞা করলাম আর কখনও তা ছাড়ব না।’
রূপালী দুনিয়া ছাড়ার একমাসের মধ্যেই বিয়ে করেন সানা খান। ২০২০ সালের ডিসেম্বর মাসে হিরা ব্যবসায়ী মুফতি আনসের সঙ্গে বিয়ে হয়। এবার প্রথমবার স্বামীর সঙ্গে হজে যান। সেখান থেকে ফিরে এসেই সানা জানান এই যাত্রা তার জীবন বদলে দিয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • Md Tayobur Rahman ২৬ জুলাই, ২০২২, ৬:৩৩ এএম says : 0
    ইহকাল ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী সুতরাং জাহান্নামকে লাত্থি মেরে পরকাল সময়টাকে অন্তরে ধারণ করাটাই একজন ঈমানদারের বৈশিষ্ট্য
    Total Reply(0) Reply
  • Hasimi Reza ২৬ জুলাই, ২০২২, ৬:৩৩ এএম says : 0
    একটা কারণ অন্তত দেখাতে হবে... এখন জান্নাতে গিয়ে আগেবাগেই রুপালি পর্দায় থাকতে চান...
    Total Reply(0) Reply
  • Farzana Shimla ২৬ জুলাই, ২০২২, ৬:৩৬ এএম says : 0
    সে ভালোর পথ বেছে নিয়েছে, খুবই ভালো কথা।
    Total Reply(0) Reply
  • Sk Nasim Babu ২৬ জুলাই, ২০২২, ৬:৩৭ এএম says : 0
    সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার ।। যিনি আমাদের সকল কে তাওবা কবুল করে পবিত্র পথের দিশা ও জীবন সুন্দর করার তাওফিক দান করেন।।।। আমিন।।।
    Total Reply(0) Reply
  • Imran Selim ২৬ জুলাই, ২০২২, ৬:৩৮ এএম says : 0
    এমন হিম্মত সবার হয় না। অর্থ, ভোগ বিলাসিতা আর রঙিন জীবনের মোহ সবাই ত্যাগ করতে পারে না। উনি অনেকের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ