Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে ‘ভোটের ফল পাল্টানো’ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৮:১৬ পিএম

নির্বাচনের ফল পরিবর্তন করার দায়ে ফেঁসে যাচ্ছেন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা কালিয়াকৈর ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সোমবার (২৫ জুলাই) এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৫ জুন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কালিয়াকৈর ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। নির্বাচনের পর ওই ভোটকেন্দ্রের ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ হোসেন, প্রিজাইডিং অফিসার কর্তৃক কেন্দ্রে ঘোষিত ফলাফল বহাল রাখার জন্য নির্বাচন কমিশন সচিবালয় বরাবর আবেদন দাখিল করেন। আবেদনের বিষয়ে তদন্ত করা হলে প্রমাণিত হয়, প্রিজাইডিং অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ভোটকেন্দ্রে ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিন্ন ভিন্ন ফল দেন।

তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের দায়িত্বহীন কার্যক্রম কোনোক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না মর্মে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ এর ধারা ৫ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিদ্ধান্ত দিয়েছেন। এ অবস্থায়, সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ এর ধারা ৫ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সময়ে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো, বলে চিঠিতে উল্লেখ করা হয়।=



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ