Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি রাষ্ট্রদূতের সঙ্গে হাত না মেলানোয় বাহরাইনের শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৮:১১ পিএম

বাহরাইনের এক শীর্ষ কর্মকর্তা এবং ক্ষমতাসীন আল-খলিফা পরিবারের এক নারী সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ইসরাইলি রাষ্ট্রদূতের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানালে তাকে বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃত কর্মকর্তার নাম শাইখা মাই বিনতে মোহাম্মদ আল-খলিফা। তিনি বাহরাইনের সংস্কৃতি মন্ত্রী ছিলেন।
শুক্রবার রাই আল-ইয়ুমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাইখা মাই বিনতে মোহাম্মদ আল-খলিফাকে বাদশা হামাদ বিন ঈসা আল-খলিফার আদেশে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
গত মাসে মানামায় মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন সি বোন্ডির বাবার অন্তেস্টিক্রিয়ার সময় ইসরাইলের রাষ্ট্রদূত ইতান নায়ে’হর সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন শাইখা মাই।
নায়ে’হ উপস্থিত আছেন জানার পর অন্তেস্টিক্রিয়ার অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এবং অনুরোধ করেছিলেন যাতে অনুষ্ঠানে তার যোগদানের কোনো ছবি প্রকাশ না করা হয়।
বাহরাইনের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে, শাইখা মাই আলবেনিয়া সফর শেষ করে দেশে ফেরার আগেই বাদশা হামাদ তাকে বরখাস্ত করেন। এবং সাথে সাথেই খলিফা বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খলিফাকে তার স্থলাভিষিক্ত করা হয়।
বাহরাইন সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘বাহরাইন অথোরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজের সাবেক প্রেসিডেন্ট শাইখা মাই বিনতে মোহাম্মদ আল-খলিফা ২০ বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করেছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘চলতি সপ্তাহে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মন্ত্রিসভার রদবদল থেকে শুরু করে বেশ কয়েকটি সরকারি সংস্থায় অনেকগুলো পরিবর্তনের ঘোষণা দেয়া হয়েছে।’
‘এই পরিবর্তনগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা উচিত নয়।’
হামাসের মুখপাত্র হাজেম কাসেম শনিবার এক বিবৃতিতে বলেছেন, নায়ে’হর সাথে শাইখা মাই’র হাত না মেলাতে চাওয়াটা ‘ফিলিস্তিনিদের সমর্থনে বাহরাইনের জনগণের প্রকৃত অবস্থানের সত্য প্রতিফলিত হয়েছে।’
বাহরাইনের রাজপরিবারের সদস্য শাইখা মাই এর আগে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র : মিডল ইস্ট মনিটর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ