Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি-নেইমার-এমবাপেদের গোলে ভেসে গেল ওসাকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৬:৫৭ পিএম

ওয়াসাকে গোল বন্যায় ভাসিয়ে জাপানে প্রাক-মৌসুম সফর শেষ করল পিএসজি। সোমবার সফরের তৃতীয় ও শেষ ম্যাচে জ্বলে উঠেছেন ক্লাবটির দুই মহাতারকা মেসি, নেইমার ও এমবাপেরা। জে-লিগ ক্লাব গামবা ওসাকাকে ৬-২ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। 

 

ম্যাচে জোড়া গোল পেয়েছেন নেইমার, একটি করে গোল করেছেন পাবলো সারাবিয়া, লিওনেল মেসি, নুনো মেন্দেস এবং কিলিয়ান এমবাপে।জাপানের সুইতা সিটি স্টেডিয়ামে ম্যাচের ২৮ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড পাবলো সারাবিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। এর মিনিট চারেক পরেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

 

মিনিট দুয়েক পর ওসাকার কেইসুকে কুরোকাওয়া লক্ষ্যভেদ করে স্বাগতিক ক্লাবটিকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে সেই ‘চেষ্টা’ জলে যায় মেসি-নেইমারের যৌথ প্রচেষ্টায়। গোল হজমের চার মিনিট পরই নেইমারের অ্যাসিস্টে দারুণ এক ফিনিশে বল জালে জড়িয়ে মেসি ফের দুই গোলের লিড এনে দেন।

 

 

 

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে নেইমারের ঋণ শোধ করেছেন মেসি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি বানিয়ে দিয়েছেন মেসি। মেসি আর নেইমারের গোলের মাঝে পিএসজির হয়ে বল জালে জড়িয়েছেন তরুণ পর্তুগিজ লেফটব্যাক মেন্দেসও। ৭০ মিনিটে স্বাগতিকদের হিরোতো ইয়ামামি পিএসজির জালে বল পাঠালে তাতে ক্ষণিকের জন্য শুধু ব্যবধানটাই যা কমেছিল।

 

খেলার ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার ১৫ মিনিট ওর সেই ব্যবধান ঘুচিয়ে দেন কিলিয়ান এমবাপে। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ওসাকার কফিনে শেষ পেরেকটি ঠোকেন এমবাপে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ