Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নারায়ণগঞ্জে ১৬৯ জনের শরীরের করোনার নমুনা পরীক্ষা, আক্রান্ত ৭

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৪:০৯ পিএম

১৬৯ জনের শরীরের নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘন্টায় ৭ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (২৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এর আগে ২৪ জুলাই ৬৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে ৩ জনকে আক্রান্ত পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত সবচেয়ে বেশি হয়েছে আড়াইহাজার উপজেলায়। ৪ জন, এরপর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ সদরে একজন করে রয়েছেন। এছাড়া বন্দর ও সোনারগাঁয়ে আক্রান্ত পাওয়া যায়নি।

এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ২ লাখ ৫৬ হাজার ২৮৪ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ২০৯ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩০ হাজার ৭৭৫ জন ও মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে, ১০ হাজার ৬৮৫ জন। কম আড়াইজাহার উপজেলায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ