Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুকে লুফে নিয়ে ‘হিরো’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ১২:০২ এএম

বহুতল ফ্ল্যাট বাড়ির উপর থেকে পড়ে যাচ্ছে একটি মেয়ে শিশু। বাড়ির সামনের রাস্তায় চলাচল করা লোকজন এই দৃশ্য দেখে শিউরে উঠছেন। অবশ্য একজন নিজের স্নায়ু শক্ত রেখেই ছুটে যান ভবনের কাছে। তারপর দুই হাতে লুফে নিলেন আড়াই বছরের শিশুটিকে।

অল্পের জন্য বেঁচে গেল শিশুটি। ভিডিও এখন ভাইরাল। চীনের ঝেজিয়াং প্রদেশের শুংজিয়াংয়ের ঘটনা। ভিডিওটি প্রথম পোস্ট করেন চীনের এক সরকারি কর্মী। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখেছেন ৬৮ হাজার জন।
জানা গেছে, উদ্ধারকারী ওই ব্যক্তির নাম শেন ডং। তিনি রাস্তায় নিজের গাড়ি পার্ক করছিলেন। ঠিক তখনই দেখেন বহুতল ভবনের ওপর থেকে একটি শিশু নিচের দিকে পড়ছে। প্রথমে পাঁচ তলায় একটি ইস্পাতের চালে আটকে পড়ে শিশুটি। তারপর ফের সেখান থেকে ছিটকে মাটির দিকে পড়তে থাকে শিশুটি।

তখনই ছুটে যান ডং। তাকে দেখে এক মহিলাও শিশুকে বাঁচাতে দৌড় দেন। শেষ পর্যন্ত শিশুটিকে লুফে নেন ডংই। নেটাগরিকরা ‘হিরো’র তকমা দিয়েছেন তাকে। শিশুটির পা এবং ফুসফুসে চোট লেগেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকলেও সুস্থ রয়েছে সে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট, মেট্রো ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ