মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ জাল ভোট পড়েছে বলে অভিযোগ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেছেন, জাল ভোটগুলো বাদ দিলে তিনি পপুলার ভোটেও জয়লাভ করতেন। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেক্টোরাল কলেজ জয়ী ট্রাম্প অবশ্য তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। গ্রিন পার্টির প্রার্থী উইসকনসিন রাজ্যে পুনঃভোট গণনার উদ্যোগ নিলে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন এতে সমর্থন জানান। এরপরই এমন মন্তব্য করেন বিজয়ী রিপাবলিকান প্রার্থী। নির্বাচনে হিলারি ক্লিনটন ট্রাম্পের চেয়ে প্রায় ২০ লাখ বেশি পপুলার ভোট পেয়েছেন। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ (রাজ্যভিত্তিক ভোট) জয় নিশ্চিত করেছেন। টুইট বার্তায় ট্রাম্প লিখেন, ‘ইলেক্টোরাল কলেজে ভূমিধস বিজয় ছাড়াও যদি লাখ লাখ জাল ভোট বাদ দেয়া হয়, পপুলার ভোটেও আমি বিজয়ী হবো। এদিকে উইসকনসিন ছাড়াও মিশিগান ও পেনসিলভানিয়া রাজ্যেও পুনরায় ভোট গণনার আবেদন করা হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।