মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার বিদ্রোহীদের পাশ থেকে যদি সরেও যায় তবুও সরবে না কাতার। গত শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রাহমান আল থানি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তন আসতে পারে বলে আভাস দিয়ে রেখেছেন ট্রাম্প। সেই সূত্রে সিরিয়া বিষয়ে নিজেদের গৃহীত নীতি থেকে সরে না আসার প্রতিশ্রুতি জানিয়েছে কাতার। তবে এক্ষেত্রে তারা একা থাকবেন না বলেও জানিয়েছেন শেখ মোহাম্মদ। রুশ ও সিরিয়ার সরকারি বাহিনীর যুদ্ধবিমানগুলো থেকে বিদ্রোহীদের রক্ষা করতে কাঁধে রেখে ছোড়া যায় এমন ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।