Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোচহীন অনুশীলনে মাবিয়া!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ৯:৪৪ পিএম

আসন্ন বার্মিংহাম কমনওয়েলথ গেমসকে সামনে রেখে কোচহীন অনুশীলনে নিজেকে প্রস্তুতে মগ্ন স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত! ২৮ জুলাই ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসছে এবারের কমনওয়েলথ গেমস। আন্তর্জাতিক বৃহত এই ক্রীড়া আসরে মাবিয়া ভারোত্তোলন ডিসিপ্লিনে দেশকে প্রতিনিধিত্ব করবেন। সাউথ এশিয়ান (এসএ) গেমসের দুই স্বর্ণজয়ী মাবিয়া বামিংহামে যাওয়ার আগে একা একাই অনুশীলন করে যাচ্ছেন। যা দেখা গেছে রোববার। অনুশীলনে তিনি নিজেই খেলোয়াড় আবার নিজেই নিজের কোচ। রোববার পল্টনস্থ ভারোত্তোলনের জিমনেশিয়ামে ঢুকতেই এমন দৃশ্যের দেখা মিললো।

জানা গেছে, মাবিয়ার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) দেওয়া কোচ থাকলেও তার দায়িত্ব শুরু হবে বার্মিংহামে যাওয়ার পর। তার আগ পর্যন্ত একযুগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনুশীলন করছেন মাবিয়া। মাত্র চার মাসের প্রস্তুতি, তার ওপর নেই কোচ, কমনওয়েলথ গেমসে নেই কোনো আশা মাবিয়ার। শুধু অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি। নতুন কিছু শিখতে না পারার আক্ষেপ এই স্বর্ণকন্যার, ‘বার্মিংহাম কমনওয়েলথ গেমসকে সামনে রেখে পুরো ক্যাম্পে আমি কোনো কোচের অধীনে ছিলাম না। তাই নতুন কিছু শেখার সময়টা আমার হয়নি। শুধু ১২ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমনওয়েলথ গেমসের প্রস্তুতি সারলাম। যে প্রস্তুতি নিয়েছি, তাতে কমনওয়েলথ গেমসের মতো বড় আসরে পদক পাওয়া সম্ভব নয়।’

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী দিনে আলেক্সান্ডার স্টেডিয়ামে মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন মাবিয়া আক্তার সীমান্ত। পরে ১ আগস্ট ৬৪ কেজি ওজন শ্রেণিতে ভার তুলবেন তিনি। মাবিয়া যেমন একা প্রস্তুতি নিচ্ছেন, বাকি তিন ভারোত্তোলক মনিরা কাজী, মার্জিয়া আক্তার ও আশিকুর রহমান তাজ নিজ বাহিনীর ক্যাম্পে নিবিড় অনুশীলন করছেন। বাকিদের নিয়ে ভাবছেন না তিনি। সঠিক পরিকল্পনা নিতে না পারায় কিছুটা হতাশ মাবিয়া, ‘২০১৮ সালে কমনওয়েলথ গেমস শেষ করে এসেছি; তখন যে ডিসিপ্লিনগুলো র‌্যাঙ্কিং, ৪, ৫ এবং ৬ ছিল, সেই ডিসিপ্লিনকে নিয়ে আমরা আট বছর কিংবা চার বছর একটা পরিকল্পনা করতে পারতাম। তাহলে কিন্তু একটা সাফল্য আসার সম্ভাবনা ছিল।’

কাগজে-কলমে কোচ; কিন্তু কাজ শুরু করবেন বার্মিংহামে গিয়ে। তারপরও ঢাকায় অবস্থান করায় ভারোত্তোলকদের অনুশীলন পর্যবেক্ষণ করছেন বিশ্বাস আনিসুর রহমান, ‘ব্যক্তিগতভাবে আমি সবার অনুশীলন পর্যবেক্ষণ করছি। আমি সেখানে গিয়ে দায়িত্ব পালন করবো। যথাসাধ্য চেষ্টা করবো দেশের মান রক্ষা করার জন্য।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ