Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনসার-সেনাবাহিনীর দুটি করে স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ৯:৩৯ পিএম

সার্ভিসেস কুস্তির প্রথম দিনে চারটি স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। যার মধ্যে দু’টি করে জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে টুর্নামেন্টের নারী বিভাগের ৫০ কেজিতে আনসারের শারমিন আক্তার অন্তরা স্বর্ণ, সেনাবাহিনীর তানিয়া খাতুন রুপা ও পুলিশের রহিমা খাতুন ব্রোঞ্জপদক জয় করেন। ৫৫ কেজিতে আনসারের মাশিনু বার্মা স্বর্ণ ও পুলিশের হাসিয়া রুপা জেতেন। ৫৭ কেজিতে সেনাবাহিনীর ফরিদা ইয়াসমিন স্বর্ণ, আনসারের রেজিয়া সুলতানা রুপা ও পুলিশের মামুনী ব্রোঞ্জ এবং ৫৯ কেজিতে সেনাবাহিনীর খাদিজা আক্তার স্বর্ণ, আনসারের স্বপ্না আক্তার রুপা ও পুলিশের হাবিবা ব্রোঞ্জপদক জিতেছেন।

এর আগে রোববার বিকালে তিন দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। পুরুষ ও নারী দুই বিভাগেই ১০টি করে ওজন শ্রেণীতে লড়ছেন দেশের সেরা কুস্তিগীররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ