Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যালিফোর্নিয়ার একাংশে জরুরি অবস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে ক্যালিফোর্নিয়ার একাংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, শুক্রবার দাবানল ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি দমকল বাহিনীর কর্মীরা। ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট জানায়, এখন পর্যন্ত ১০টি বাড়ি আগুনে সম্প‚র্ণভাবে পুড়ে গেছে। এ ছাড়া তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যতগুলো দাবানল এই মুহ‚র্তে সক্রিয় আছে, তার মধ্যে ওক ফায়ার সবচেয়ে বড়। এই দাবানলে ১১ হাজার ৯০০ একর জমি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে বলেছেন, মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের কারণে তাপমাত্রা বৃদ্ধি, খরার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শনিবার মারিপোসা কাউন্টিতে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের উত্তর-পূর্বে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রচুরসংখ্যক রেডউড গাছ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আগুনের কারণে এসব গাছ হুমকির মধ্যে রয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ