Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে গুলিতে একজন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্স শহরের ঐতিহাসিক ফ্রান্স কোয়ার্টারে গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো নয়জন। দেশটির পুলিশ জানায়, বারবন ও ইবারভিল সড়কে স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে ফাঁকা গুলি ছুড়ে এক বন্দুকধারী। সেখানকার পুলিশ সুপার মিখায়েল হ্যারিসন সংবাদ সম্মেলনে জানান, হতাহতদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। যাদের বয়স ২০ থেকে শুরু করে ৩৭ বছরের মধ্যে। এ ঘটনার পর আগ্নেয়াস্ত্র রাখার কারণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী কারণে এভাবে গুলি চালানো হয়েছে তা এখনো পুলিশ জানে না। এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানান মিখায়েল। তিনি জানান, বারবন রাস্তায় অনেকগুলো বার রয়েছে। এ ছাড়া প্রচুর সংখ্যক পর্যটক থাকে এ স্থানে। এ কারণে ওই এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এর আগে ২০১৪ সালের জুনে ওই এলাকায় গুলিতে একজন নিহত ও নয়জন আহত হয়েছিল। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ