Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিষেকেই হালান্ডের গোল, ম্যান সিটির জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১০:১৬ এএম | আপডেট : ১০:২১ এএম, ২৪ জুলাই, ২০২২

অভিষেকেই ম্যানচেস্টারের হয়ে আলো ছড়ালেন তরুণ ফুটবলার আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই দলকে জেতালেন তিনি। এই তরুণ ফুটবলারের একমাত্র

গোলেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

যুক্তরাষ্ট্রের উইসকন্সিনে ল্যাম্বু ফিল্ডে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বায়ার্ন ও ম্যান সিটি। কিন্তু খেলার শুরুর আগেই বৃষ্টি আর বজ্রপাতের কারণে খেলার মাঝেই পড়ে প্রায় ৫০ মিনিটের বিরতি। ফলে ম্যাচের সময় কমিয়ে খেলা হয় দুই অর্ধে ৪০ মিনিট করে।

তাতেই জয়ী দলের নাম ম্যানচেস্টার সিটি। নতুন ক্লাবের হয়ে মাঠে নেমে খেলার ১২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন হালান্ড। জ্যাক গ্রিলিশের এগিয়ে দেওয়া ক্রসে স্লাইড করে পা লাগিয়ে বল জালে জড়ান হালান্ড। এই এক গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য।

হালান্ডের গোলের পরপরেই শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। যে কারণে প্রায় ৫৫ মিনিট বন্ধ রাখতে হয় খেলা। পুনরায় খেলা শুরু হওয়ার আগে সিদ্ধান্ত হয়, দুই অর্ধে খেলা হবে ৪০ মিনিট করে। বিরতির পর খেলা শুরু হলে আবারও গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান হালান্ড।

এবার শেষ মুহূর্তে ট্যাকল করে দলকে উদ্ধার করেন বায়ার্নের সেন্টার ব্যাক। বায়ার্নও কিছু প্রচ্ছন্ন সুযোগ তৈরি করে। কিন্তু ফিনিশিংয়ের অভাবে একটি শটও লক্ষ্য বরাবর রাখতে পারেনি। এই ম্যাচ দিয়েই শেষ হলো ম্যান সিটি ও বায়ার্ন মিউনিখের প্রাক-মৌসুম প্রস্তুতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ