Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষতিপূরণ চেয়ে তরুণীর মামলা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০১ এএম

কখনও শুনেছেন ডেটে না আসার জন্য কারও বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাও আবার ৮ লাখ টাকার ক্ষতিপূরণের মামলা। এক যুবক ডেটে যাবেন বলেও, না আসার কারণে মারাত্মক মানসিক আঘাত পেয়েছেন এক তরুণী। এর জন্য তিনি সোজা ছুটে যান আদালতে। গোটা ঘটনায় ওই তরুণী রেগে সোজা ৯ লাখ ৪২ হাজার (বাংলাদেশি মুদ্রায়) টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন।
নেটিজেনরা রীতিমতো হতবাক ওই তরুণীর কাণ্ড দেখে। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে। কোয়াশোনটি শর্ট নামের তরুণী জানিয়েছেন, ডেটে যাবেন বলেও ওই যুবক হাজির না হওয়ায় তিনি মানসিক আঘাত পেয়েছেন। রেস্তোরাঁয় দাঁড়িয়ে থাকার পরও আসেননি সেই যুবক, তাই ক্ষতিপূরণ চাই।

স্থানীয় ডিস্ট্রিক্ট কোর্টে ওই তরুণী জানিয়েছেন, রিচার্ড জর্ডন নামের ওই যুবকের সঙ্গে যেদিন তার দেখা করার কথা ছিল, সেই দিনই ছিল তার মায়ের জন্মদিন। কিছু দিন আগেই তিনি তার মাকে হারিয়েছিলেন। এর ফলে সেই দিনটি তার কাছে খুবই স্পেশাল ছিল।
সেই দিন রিচার্ড না আসায় মানসিক ভাবে খুবই আঘাত পেয়েছেন তিনি। তরুণীর দাবি, জর্ডন তাকে ইচ্ছাকৃত ভাবে মানসিক আঘাত দেওয়ার চেষ্টা করেছেন। তাই গোটা বিষয়টি প্রতারণার শামিল। এই জন্য তাকে ৯ লাখ ৪২ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

রিচার্ড জর্ডন রীতিমতো আকাশ থেকে পড়েছেন ওই তরুণীর কাণ্ড দেখে। তিনি জানিয়েছেন, এর আগে আর কখনও কোনও রকম যোগাযোগ হয়নি শর্টের সঙ্গে। সেই ডেটেই তাদের প্রথম দেখা করার কথা ছিল। একদিন দেখা না করায়, এই বিপুল অর্থের ক্ষতিপূরণ চেয়ে মামলা করা এবং তার সময় অপচয় করার চেষ্টা ছাড়া আর কিছুই না।

এরপর স্থানীয় ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হারমান মারাব্লে জুনিয়র সেই মামলার শুনানি না করে গোটা বিষয়টি নিয়ে তরুণীকে সার্কিট বেঞ্চে যেতে বলেন। কিন্তু বিচারকের সেই কথা শুনে রেগে যান শর্ট। তারপরও বিচারক সার্কিট বেঞ্চে স্থানান্তর করেন মামলা। সূত্র : ইউএসএ টুডে, ফক্স২৯।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ