Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশজুড়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২২ উপলক্ষে গতকাল শনিবার দেশব্যাপী জেলা-উপজেলায় নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত এ সপ্তাহ চলবে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের মানুষকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :

খুলনা ব্যুরো জানায়, দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। সভায় জানানো হয়, বাংলাদেশে মাছের বার্ষিক উৎপাদন ৪৬ লাখ ২১ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের বেশি অর্থাৎ এক কোটি ৮৫ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকার জন্য মৎস্য খাতের ওপর নির্ভরশীল। সভায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা জয়বেদ পাল, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পদক মামুন রেজা, সিনিয়র সাংবাদিক এসএম জাহিদ হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

যশোর ব্যুরো জানায়, যশোর জেলায় ২০২০-২০২১ অর্থ বছরে দুই লাখ ২৪ হাজার ৮৫৮ দশমিক ১৪ মেট্টিক টন মাছ উৎপাদন হয়েছে। যা চাহিদার তুলনায় এক লাখ ৫৯ হাজার ২৬৯ দশমিক ১৪ মেট্টিক টন বেশি। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ দেশের অভ্যন্তরে ও বিদেশে রপ্তানি করা হচ্ছে। একই অর্থবছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ হাজার ৩০১ দশমিক ৮৯ মেট্টিক টন মাছ রপ্তানি হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ।

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর যৌথভাবে এর আয়োজন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। সম্মেলনে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সপ্তাহের প্রথম দিনে জেলা মৎস্য অফিসের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের এই আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মৎস্য কর্মকর্তা এ. এস. এম রাসেল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার প্রমুখ।

নওগাঁ জেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় মৎস্য সপ্তাহ উদযাপনে বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন। এছাড়া রাণীনগর উপজেলায় মৎস্য উৎপাদন, মৎস্যখাতে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।


নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে সাংবাদিকদের সাথে এ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খামার ব্যাবস্থাপক আব্দুল মান্নান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিউটিসহ প্রমুখ।

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, লৌহজংয়ে দিবসটি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়ালের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলামের সঞ্চালনা এ মতবিনিময় করা হয়। এ সময় লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাকিব, সাংবাদিক তরিকুল ইসলাম সাইম, জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে আদমদীঘি উপজেলা মৎস্য দফতরের আয়োজনে বেলা ১১টায় উপজেলা হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি শ্রাবনী রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীসহ প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, জেলার আখাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান। সভায় আখাউড়া উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, জেলার বেলকুচিতে এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম বেলকুচির কর্মরত সাংবাদিকবৃন্দ।

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা জানান, ভোলার দৌলতখানে দিবসটিতে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে মৎস্য ও মৎস্যজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়াসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য অফিস। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা রুমার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।


গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দফতরের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রওনক জাহানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। মত-বিনিময়কালে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গাবতলী প্রেস ক্লাবের সভাপতি রায়হান রানা, সাধারন সম্পাদক আল আমিন মন্ডলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলায় সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে উপজেলা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম। এছাড়াও মৎস্য উৎপাদন উপলক্ষে মাছ সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ সহ মাছ উৎপাদনের জন্য নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে এ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলনে করা হয়। মৎস্য কর্মকর্তা এ. এস. এম সানোয়ার রাসেলে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিনসহ সাংবাদিক ও মৎস্য অফিসের বিভিন্ন কর্মচারীবৃন্দ।

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা জানান, কালকিনি ও ডাসার উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে অবগত করার উদ্দেশ্যে কালকিনি ও ডাসার উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে কালকিনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার। এসময় কালকিনি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দত্তসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা জানান, রাঙামাটির কাপ্তাইয়ে এ উপলক্ষে প্রেস ব্রিফিং হয়েছে। গতকাল সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কোটালীপাড়ায় এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দফতরে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা মৎস্য দফতর। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস এর সভাপতিত্বে, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধানসহ কোটালীপাড়া প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, মধুখালী সিনিয়র উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে গণমাধ্যমকর্মীদের সাথে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের মৎস্য সম্পদ ও বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, নান্দাইল উপজেলায় গতকাল উপজেলা পরিষদ হল রুমে নিরাপদ এ উপলক্ষে শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় নান্দাইলের মৎস্য বিভাগ নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মো. ফজলুল হক ভূইঁয়া, মোহাম্মদ এনামুল হক বাবুল, হাজ্বী রফিকুল ইসলাম খোকনসহ প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পার্বতীপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে গতকাল দিবসটির উপর সংবাদ সম্মেলনের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্ধোধন করা হয়। সংবাদ সম্মেলন পাঠ করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মো. সায়েম। উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একে অপূর্ব বর্মন, ক্ষেত্র সহকারী আব্দুল লতিফ শেখসহ ইলেকট্রনিক্স বিভিন্ন পত্রিকার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফুলবাড়ীতে দিবসটি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।

রামগড় (খাগড়ছড়ি) উপজেলা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে গতকাল দুপুর ২টায় রামগড় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় মৎস্য অফিসার প্রণব সরকার বলেন, মৎস্যখাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভূক্তখাত, দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্ঠি চাহিদাসহ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে এ খাত পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা জানান, জেলার রাণীশংকৈলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপরে মৎস্য অধিদফদতরের উদ্যোগে সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, দিবসটি উপলক্ষে বেশকিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশজুড়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ