নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুই ম্যাচ হাতে রেখেই ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তাই সোমবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠেয় লিগ রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ শেষেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে চ্যাম্পিয়ন ট্রফি দাবী করেছে কিংসরা। এ ব্যাপারে বাফুফেকে চিঠি দিয়েছে তারা। কারণ বসুন্ধরা কিংসের পরের ম্যাচটি ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে। তাছাড়া আবাহনী ও বসুন্ধরার ম্যাচে বাফুফের কর্মকর্তা ও মিডিয়ার উপস্থিতি থাকবে বেশি। জানা গেছে, বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক শনিবার বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের কাছে ট্রফি চেয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, যেহেতু সোমবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলা, তাই ওই দিন মাঠে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি দেওয়া হলে সবদিক দিয়েই সুবিধা হবে। ওইদিন পুরস্কার বিতরণের আয়োজন করলে দুটি দলকেই এক সঙ্গে পাওয়া যাবে এবং বসুন্ধরা কিংস পুরস্কার আয়োজনে বাফুফেকে সব ধরনের সহযোগিতা করবে। এই চিঠির অনুলিপি বাফুফে সভাপতি কাজী মো.সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপি ও কম্পিটিশন বিভাগকেও দিয়েছে বসুন্ধরা কিংস। ওইদিন না পেলে পরবর্তীতে ট্রফি গ্রহণ করবে না বলেও চিঠিতে জানিয়েছে বিপিএলের হ্যটট্রিক চ্যাম্পিয়নরা!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।