Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পড়াশোনা শেষ করলেন মিম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

কয়েক বছর আগেই পড়াশোনা শেষ করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন। গত বৃহস্পতিবার তার এই কৃতিত্বের সনদ গ্রহণ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনির হাত থেকে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাউথইস্ট ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে তিনি শিক্ষার স্বীকৃতি সনদ গ্রহণ করেন। এ নিয়ে মিম বলেন, আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। শিক্ষাজীবন অফিশিয়ালি শেষ হওয়ার দিন, আমার কনভোকেশনের দিন। বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করেছি। এই কনভোকেশন ২০২০ সালে হওয়ার কথা ছিল। করোনা মহামারির কারণে এটি পিছিয়ে যায়। অবশেষে শিক্ষাসনদ পেলাম। মিম বলেন, আমি ধন্যবাদ জানাই সাউথইস্ট ইউনিভার্সিটি ও আমার প্রত্যেক শিক্ষককে যারা পড়াশোনা শেষ করতে আমাকে সাহায্য করেছেন। ধন্যবাদ জানাই আমার সহপাঠীদেরও। মিডিয়ায় কাজ করে একইসঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ নয়। সেই কঠিন কাজটি করতে পেরে খুবই আনন্দিত। উল্লেখ্য, গত ঈদে মুক্তি পেয়েছে মিম অভিনীত সিনেমা ‘পরাণ’।



 

Show all comments
  • salman ২৪ জুলাই, ২০২২, ৪:৩৬ এএম says : 0
    Banglai Honers, Master"s ?? ami vablam Joj, Berister na ki DR. Enginiar hoisay??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পড়াশোনা শেষ করলেন মিম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ