Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতীয় তুলা ও সবজি আমদানি বাতিল করেছে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১:১৫ এএম

বেশ কিছু ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারতের কথিত সার্জিক্যাল অ্যাটাক পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ রেখায় ক্রমবর্ধমান অশান্তির জেরেই এমন পদক্ষেপ ইসলামাবাদ নিয়েছে বলে খবর দিয়েছে পাকিস্তানি সংবাদপত্র ডন-এর তরফে। কিন্তু ভারতের কোন কোন জিনিস আমদানি করা বন্ধ করল পাকিস্তান?
জানা যাচ্ছে, তুলা এবং বিভিন্ন কৃষিজাত দ্রব্য রয়েছে এই তালিকায়। কৃষিজাত দ্রব্যগুলির মধ্যে অন্যতম টমেটোসহ বিভিন্ন সবজি। এমনকি এও শোনা যাচ্ছে যে, তুলা আমদানিকারকদের নতুন করে আমদানি করার ছাড়পত্রও বাতিল করছে সরকার। পাকিস্তানের  ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্লোটেকশন-এর আমলাদের মতে, ওয়াঘা সীমান্ত, করাচি বন্দরের মাধ্যমে আমদানির অনুমতি আপাতত স্থগিত রাখা হয়েছে। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ