পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সউদী আরবে থাকা ২২ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির কল্যাণ বিবেচনায় গ্লোবাল এক্সপো ২০৩০-এ দেশটিকে প্রকাশ্যে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার বিকালে ঢাকায় নিযুক্ত সউদী আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গ্লোবাল এক্সপো ২০৩০-এ বাংলাদেশের সমর্থন চায় সউদী আবর। সউদী বাদশাহ আমাদের চিঠি দিয়ে সমর্থন চেয়েছেন। দেশটিতে থাকা ২২ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির কল্যাণ বিবেচনায় আমরা ওই নির্বাচনে সউদী আরবকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে গ্লোবাল এক্সপো-২০৩০-এর সমর্থনপ্রত্যাশী ইতালিসহ অন্য দেশ নাখোশ হলেও বাংলাদেশ সউদী আরবের প্রতি প্রকাশ্য সমর্থন অব্যাহত রাখবে।
চলতি বছরের মার্চে সউদী আরব ওয়ার্ল্ড এক্সপো-২০৩০-এর বিষয়ে নিজের প্রার্থিতা ঘোষণা করেছে। সউদী আরবসহ এখন পর্যন্ত রাশিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেন- এই পাঁচ দেশ ওয়ার্ল্ড এক্সপো-২০৩০-এর জন্য প্রার্থিতা ঘোষণা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তার দেশের প্রতি সমর্থনের জন্য সউদী রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।