Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলা টাইগার্সের হয়ে টি-টেন খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ৮:৩২ এএম | আপডেট : ১২:৫০ পিএম, ২৩ জুলাই, ২০২২

ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বসবে টুর্নামেন্টটি। এবারের আসর বসবে নভেম্বরে।

আলোচিত এ টি-টেন লিগে অংশ নেবেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। টুর্নামেন্টটির দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন এই বাঁহাতি অলরাউন্ডার।

টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে সাকিবকে। এমনকি তিনিই পেতে পারেন দলের অধিনায়কত্ব। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জানা গেছে, দুই পক্ষের আলোচনা অনেকদূর এগিয়েছে।

শুধু চুক্তিপত্রে স্বাক্ষর করা বাকি। বাংলা টাইগার্স বাংলাদেশি মালিকানাধীন দল হলেও গত আসরে দলটির সাথে কোনো বাংলাদেশি ক্রিকেটার বা কোচ ছিলেন না। তবে জানা গেছে, ডিসেম্বরের শুরুতে দেশের মাটিতে ভারত সিরিজ থাকায় টি-টেন লিগের পুরো মৌসুম না খেলতে পারেন সাকিব।

 

সাকিব ছাড়া আরও দুই বাংলাদেশি যুক্ত হচ্ছেন বাংলা টাইগার্সের সাথে। দলের পরামর্শক বা টিম মেন্টর হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ ও বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। তারা দুইজনই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাহিম ও আফতাব অতীতেও কাজ করেছেন বাংলা টাইগার্সে, তবে গত মৌসুমে দলটির সঙ্গে ছিলেন না তারা। এছাড়া চমক আছে আরো একটি। ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা ছিল যে রিচার্ড স্টনিয়ারের, বাংলাদেশ অধ্যায়ের ইতি টানার পর এবার বাংলা টাইগার্স দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব সামলাবেন তিনি।

 

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শেষ হওয়ার পরপরই। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ