Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গী পেলেন না বাবর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:১১ এএম, ২৮ নভেম্বর, ২০১৬

স্পোর্টস ডেস্ক : হ্যামিল্টনের সিডন পার্কে গতকাল বৃষ্টির সাথে ক্রিকেটের চলল নিদারুণ লুকোচুরি খেলা। তৃতীয় দিনে সাকুল্যে খেলা হয়েছে ৩৮.১ ওভার। তাতেই বাকি ৫ উইকেট খুইয়ে ২১৬ রানে অলআউট পাকিস্তান। টিম সাউদির আগুনঝরা বোলিং নিউজিল্যান্ডকে এনে দেয় ৫৫ রানের লিড। ৮০ রানে ৬ উইকেট নেন সাউদি। সঙ্গীর অভাবে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন বাবর আজম (৯০)।
মাত্র ৫১ রানে ৫ উইকেট হারানো দলের কাছে এই রানই অনেক মনে হতে পারে। ৭৬ রানে ৫ উইকেট নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। ৩৪ রানে অপরাজিত থাকা বাবরকে কিছুটা সঙ্গ দেন সরফরাজ আহমেদ (৪১) ও সোহেল খান (৩৭)। ষষ্ঠ ও সপ্তম উইকেটে তাদের নিয়ে যথাক্রমে ৭৪ ও ৬৭ রানের জুটি গড়েন বাবর। বৃষ্টির বাধায় আট মিনিট আগেই যেতে হয় মধ্যাহ্ন বিরতিতে। আজহার আলীর দলের সংগ্রহ তখন ৮ উইকেটে ২০০। দ্বিতীয় সেশনে খেলা হয় মাত্র ৬ বল। তৃতীয় সেশনে ৫.২ ওভারে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ওয়ান ডাউনে ব্যাট করতে নামা বাবর অপরাজিত ছিলেন ৯০ রানে। অনুমিতভাবেই ১০ উইকেটরে সবগুলোই গেছে কিউই পেসারদের দখলে। ৫৯ রানে ৩ উইকেট নিয়ে সাউদিকে যোগ্য সঙ্গ দেন নেইল ওয়েগনার। বৃষ্টির বাধায় কিউই ইনিংসে খেলা হয় মাত্র ১ বল।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২৭১ ও ০.১ ওভারে ০/০ (রাভাল ০*, ল্যাথাম ০*; আমির ০/০)
পাকিস্তান : ৬৭ ওভারে ২১৬ (সামি ৫, আজহার ১, বাবর ৯০*, ইউনুস ২, শফিক ২৩, রিজওয়ান ০, সরফরাজ ৪১, সোহেল ৩৭, ওয়াহাব ০, আমির ৫, ইমরান ৬; সাউদি ৬/৮০, হেনরি ০/৩০, গ্র্যান্ডহোম ১/২৯, ওয়াগনার ৩/৫৯, স্যান্টনার ০/১৩)।
(তৃতীয় দিন শেষে)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ