Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ১২:০১ এএম

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু সংস্থা রোজাটোম মিসরে তাদের প্রথম পরমাণুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। রোজাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি লিখাচিওভ বলেন, মিশরের আল দাব্বা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লি নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এর মধ্যদিয়ে মিসর বিশ্বের পরমাণু জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হবে। রাজধানী কায়রো থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিম উপক‚লে মিসর এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এটি হবে আফ্রিকা মহাদেশে রোজাটমের প্রথম পরমাণু প্রকল্প। তিন হাজার কোটি ডলারের এই পরমাণু প্রকল্প ২০১৮ সালের মধ্যে শেষ হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে মিসর চারটি পরমাণু চুল্লির মাধ্যমে ১২০০ মেগাওয়াট করে মোট ৪,৮০০ মেগা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। মিশর এবং রাশিয়ার যৌথ অর্থে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্প ব্যয়ের তিন হাজার কোটি ডলারের মধ্যে রাশিয়া শতকরা ৮৫ ভাগ অর্থের যোগান দেবে। বাকি অর্থ যোগান দেবে মিসর। ষাট বছর এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মেয়াদকাল ধরা হয়েছে এবং এতে যত পরমাণু জ্বালানি লাগবে তার সবই রাশিয়া সরবরাহ করবে। তাস,আরটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ