মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুদানে নিহত ১০৫
সুদানে
জমি নিয়ে বিরোধের জেরে জাতিগত সংঘর্ষে ১০৫ জন নিহত হয়েছেন বলে খবর
পাওয়া গেছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯১ জন। বুধবার আরবনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, গত ১১ জুলাই দেশটির বøু নিল রাজ্যে বার্টি এবং হাউসা জাতিগোষ্ঠীর সদস্যদের মধ্যে এ লড়াই শুরু হয়। নিহতদের অধিকাংশই তরুণ। বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জামাল নাসের। এদিকে জাতিসংঘ জানিয়েছে, লড়াই শুরু হওয়ার পর থেকে ১৭ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এদের মধ্যে ১৪ হাজার মানুষ তিনটি স্কুলে আশ্রয় নিয়েছে। রয়টার্স।
পদত্যাগপত্র জমা
প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। মিত্র দলগুলো সরকারের প্রতি সমর্থন সরিয়ে নেয়ার প্রেক্ষিতে পদত্যাগ করলেন তিনি। বৃহস্পতিবার তার পদত্যাগপত্র জমা দেয়ার ফলে দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি সেপ্টেম্বর কিংবা অক্টোবরে এই নির্বাচন হওয়ার কথা। যদিও ততদিন তত্ত¡াবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় থেকে যেতে পারেন দ্রাঘি। খবরে জানানো হয়, সাবেক ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দ্রাঘি ২০২১ সালে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আল-জাজিরা।
গ্যাস ব্যবহার
রাশিয়া সরবরাহ বন্ধ করতে পারে এই আশঙ্কায় ইউরোপীয় কমিশন বøকের সদস্য দেশগুলোকে আগস্ট থেকে মার্চ পর্যন্ত তাদের গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর আহŸান জানিয়েছে। কমিশন বলেছে, এই লক্ষ্যমাত্রা স্বেচ্ছামূলক হলেও মস্কো যদি চলতি গ্রীষ্মেই গ্যাসের পাইপলাইন বন্ধ করে দেয় তবে তা আইনগতভাবে বাধ্যতামূলক হয়ে উঠবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন বলেছেন, ইউরোপব্যাপী বিচ্ছিন্নতা এখন একটি ‘স্পষ্ট সম্ভাবনা’। যে কোনো ঘটনা, রুশ গ্যাসের আংশিক, বড় বা সম্প‚র্ণ বিচ্ছিন্নতা যা-ই হোক, ইউরোপকে প্রস্তুত থাকতে হবে।’ বিবিসি।
১০ লাখ পর্যটক
চলতি বছর ১০ লাখ বিদেশী পর্যটক আকর্ষণের লক্ষ্য কম্বোডিয়ার। ২০২১ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ভ্রমণ করেছিল দুই লাখ বিদেশী পর্যটক। দেশটির পর্যটনমন্ত্রী থং খন জানান, চলতি বছরের প্রথমার্ধে দেশটি ৫ লাখ ১০ হাজার বিদেশী পর্যটক পেয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৯৪ শতাংশ বেশি। সবচেয়ে বেশি পর্যটক এসেছে ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে। মন্ত্রী বলেন, এ পরিসংখ্যানের ওপর ভিত্তি করে আমরা ২০২২ সালে ১০ লাখ এবং ২০২৩ সালে ২০ লাখ বিদেশী পর্যটক আকর্ষণের আশা করছি। ভিয়েতনাম নিউজ এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।