Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির গোলে টোকিওতে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১১:৩২ পিএম

টোকিওর নিউ ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার প্রীতি ম্যাচে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। 

 

 

ম্যাচের ৩২তম মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। ছয় গজ বক্সের ভেতর থেকে আশরাফ হাকিমির কাটব্যাকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ডান পায়ের শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়।

৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড আহনু কালিমেন্দু।

পিএসজির সঙ্গে নতুন চুক্তির পর এদিন প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন কিলিয়ান এমবাপে। খেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও।

 

আক্রমণত্রয়ীর কেউই অবশ্য পুরো ম্যাচ খেলেননি। এমবাপে ও নেইমার খেলেন প্রথমার্ধ পর্যন্ত। ৬২তম মিনিটে তুলে নেওয়া হয় মেসিকে। 

 

গত মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেন মেসি। তবে প্যারিসের ক্লাবটির হয়ে গোলের জন্য সংগ্রাম করতে হয় তাকে। ২০০৫-০৬ মৌসুমের পর লিগে সবচেয়ে কম গোল করেন তিনি।

 

লিগ ওয়ানের গত আসরে মাত্র ৬ গোল করেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে জালের দেখা পান ১১ বার।

 

প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে জাপান সফরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে পিএসজি। এর আগে প্যারিসে প্রথম প্রীতি ম্যাচে কাভিয়ি-হুয়োকে ২-০ গোলে হারায় তারা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ