Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রোটিয়া লিগেও আইপিএল রাজ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০১ এএম

ছয়টি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। চমকপ্রদ ব্যাপার হলো, সবগুলো দলের মালিকই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনো না কোনো দলের মালিক। ফলে প্রতিযোগিতাটিকে আইপিএলের ছোট সংস্করণ বা 'মিনি আইপিএল' হিসেবে অভিহিত করা হচ্ছে।
গতকাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) নিশ্চিত করেছে যে তাদের টি-টোয়েন্টি লিগের দলগুলোর প্রত্যেকটি কিনেছেন আইপিএল মালিকরা। আগামী ২০২৩ সালের জানুয়ারি-ফেব্রæয়ারিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। সবমিলিয়ে ২৯টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজিগুলো কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। নিলাম প্রক্রিয়া শেষে দলগুলো কেনার প্রক্রিয়া সম্পন্ন করেছেন আইপিএলের ছয়টি মালিকরা।
মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারা কিনেছে কেপ টাউনের দল। লক্ষেèৗ সুপার জায়ান্টসের মালিক আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তাদের অধীনে খেলবে ডারবানের দল। সানরাইজার্স হায়দরাবাদের মালিক সান টিভি নেটওয়ার্ক লিমিটেড কিনেছে পোর্ট এলিজাবেথের দল। জোহানেসবার্গের দল কিনেছে চেন্নাই সুপার কিংসের মালিক চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড। রাজস্থান রয়্যালসের মালিক রয়্যালস স্পোর্টস গ্রæপ। তারা কিনেছে পার্লের দল। দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক জেএসডবিøউ স্পোর্টস। তাদের অধীনে খেলবে প্রিটোরিয়ার দল। তবে কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড মহাতারকা শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রæপ কোনো দল কেনেনি।
দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগের প্রধানের দায়িত্বে আছেন দলটির সাবেক তারকা অধিনায়ক গ্রায়েম স্মিথ। প্রতিযোগিতাটি নিয়ে তিনি উচ্ছ¡াস প্রকাশ করে বলেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী ২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রæয়ারি মাসে অনুষ্ঠিত হবে এই লিগ। নতুন ছয়টি দলকে স্বাগত জানাচ্ছি আমরা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য এটা দারুণ সময়। ক্রিকেট বিশ্বে এখনও যে দক্ষিণ আফ্রিকার গুরুত্ব রয়েছে সেটাই প্রমাণ করে এই লিগ।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ