Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলেই রাফিনিয়ার বার্সাভিষেক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০১ এএম

ফিনিশিংয়ের চেষ্টাটা ছিল বুদ্ধিদীপ্ত। আরেকটু দ‚র দিয়ে মারতে পারলে একদম নিখুঁত হতো। তবু গোল তো গোলই। হোক না প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ, বার্সেলোনার হয়ে নিজের প্রথম ম্যাচেই প্রথম গোলটি কি কখনো ভুলতে পারবেন রাফিনিয়া? সম্ভবত না। লিডস ইউনাইটেড থেকে কদিন আগেই সাড়ে ছয় কোটি ইউরো দিয়ে রাফিনিয়াকে দলে ভিড়িয়েছে বার্সা। স্প্যানিশ ক্লাবের হয়ে নিজের প্রথম গোল রাফিনিয়া ভোলেন কীভাবে! পরশু রাতে বার্সার নতুন এই উইঙ্গার ইন্টার মিয়ামির বিপক্ষে গোলদাতার খাতায় নাম লেখান।
ডেভিড বেকহামের ক্লাবটির বিপক্ষে বার্সার ছয়জন আলাদা খেলোয়াড় গোল পেয়েছেন, রাফিনিয়া এনে দেন দ্বিতীয় গোল। পিয়েরে এমেরিক অবামেয়াং, আনসু ফাতি, গাভি, মেম্ফিস ডিপাই ও ওসমান ডেম্বেলের গোলে ৬-০ ব্যবধানে জিতেছে বার্সা। বায়ার্ন মিউনিখ থেকে সদ্যই যোগ দেওয়া পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্দোভস্কিকে এই প্রীতি ম্যাচে খেলায়নি কাতালান ক্লাবটি। গতকালই তাঁকে আনুষ্ঠানিকভাবে বার্সার খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
১২ আগস্ট লা লিগার নতুন মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে আরও তিন ম্যাচ খেলবে বার্সা। শনিবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ক্লাবটি। এ ছাড়া জুভেন্টাস ও নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে প্রীতি ম্যাচেও মাঠে নামবে বার্সা। ২৩ জুন ডালাসে জুভেন্টাস এবং ২৬ জুন নিউ জার্সিতে রেড বুলসের মুখোমুখি হবে বার্সা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ