মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আজব ঘটনা ভাইরাল হয় সবার আগে। কখনও চোরের চুরি করার অভিনব কায়দা। আবার কখনও চোর হাস্যকর কাণ্ড ঘটিয়ে ফেলে চুরি করতে গিয়ে। চোরের সেই সমস্ত কীর্তি ভাইরাল হতে বেশি সময় লাগে না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও এক চোরের কাণ্ড। গয়নার দোকানে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরতেই হয়েছে। হাজার চেষ্টা করেও সে ভাঙতে পারেনি সেই শোরুমের কাঁচ। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে চোরের মজাদার কাণ্ড।
ভাইরাল হওয়া সেই ভিডিও ধনপহবংি নামের একটি প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক প্রবেশ করে গয়নার শোরুমে। সেখানে কেউ না থাকায় সে গয়না চুরি করার চেষ্টা করে। ওই যুবক পকেট থেকে একটি বড় পাথর বের করে শোরুমের কাঁচের আলমারির মধ্যে মারতে শুরু করে।
মুহূর্তের মধ্যে সেই কাঁচে চিড় ধরে যায়। এরপর ওই যুবক আরও জোরে জোরে সেই পাথর মারতে থাকে। কিন্তু সেই কাঁচে চিড় ধরলেও, কিছুতেই ভাঙে না সেটি। সেই সময়ই ওই শোরুমের একজন মহিলা সেখানে এসে উপস্থিত হন। তাকে দেখেই ওই যুবক পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একটি জুয়েলার্সের শোরুমে চুরি করতে যায় ওই যুবক। সবথেকে চমকে দেওয়া ব্যাপার হল, ওই যুবক গাড়ি নিয়ে আসে চুরি করতে। কিন্তু তাকে খালি হাতেই ফিরতে হয়েছে। নেটিজেনরাও রীতিমতো হতবাক ওই যুবকের কাণ্ড দেখে। সূত্র : ইউএসএ টুডে, ফ্রিপ্রেস জার্নাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।